Website Blog এ ট্রাফিক বাড়াতে প্রয়োজনীয় টিপস

Bloging করছেন বা শুরু করবেন এমন অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে Blog এ ভিজিটর বাড়ানো যায়। যারা এই পেশায় আছেন বা Blogging শুরু করতে চান আশাকরি তাদের কাজে লাগবে।



১. নিয়মিত ইউনিক কনটেন্ট (Unique Content) প্রকাশ করুন।
২. ব্লগকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে (Like Google, Bing,Yahoo)Submit করুন।
৩. ব্লগরোল ব্যবহার করুন ও Update রাখুন।
৪. নিজের এবং Related অন্য ব্লগে কমেন্ট (Blog Comment)করুন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।
৫. ব্লগের RSS Feed সেটিং করুন।
৬. লিংকস ও ট্রাকব্যাক ব্যবহার করুন।
৭. প্রতিটি পোস্টে অবশ্যই Tag ব্যবহার করুন।
৮. বিভিন্ন Social Bookmarking সাইটে আপনার পোস্ট Submit করুন।
৯. সার্চ ইঞ্জিনের থেকে ট্রাফিক আনার জন্য মেইন কিওয়ার্ড (Keyword) ও রিলেটেড কিওয়ার্ড অনুয়ায়ী পোস্ট লিখুন।
১০. ছবি দিতে ভুলবেন না।
১১. গেস্ট ব্লগিং (Guest Blogging) করুন এবং আপনার ব্লগে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
১২.Forum, ওয়েব রিং ও অনলাইন গ্রুপে যোগাযোগ সংযুক্ত থাকুন।
১৩. ইমেইল সিগনেচার, বিজনেস কার্ডের মাধ্যমে ব্লগ Promote করতে পারেন।
১৪. আপনার ব্লগে নির্দিষ্ঠ মেয়াদে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করুন।
১৫. অফলাইনে (offline) বিভিন্ন মানুষের সাথে শেয়ার করুন।

আপনার কাছে আরো কোনো Tips থাকলে এখানে জানাতে পারেন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে..

পূর্বে প্রকাশিতঃ http://alherabd.com/

1 comment:

  1. Best information that you shared here. Each and every information is helpful for the SEO. Its really Important, Thanks for the best tips. best seo service

    ReplyDelete