7013 মোবাইলে কত সময় ব্যয় করছেন জেনে নিন Android অ্যাপে




মোবাইল নিয়ে মানুষ অনেক সময় ব্যয় করে। নিজেদের অজান্তেই মোবাইলে অনেক সময় চলে যায়। একটি অ্যাপ নিয়ে মোবাইলে কত সময় ব্যয় করলেন তা সঠিক ভাবে আপনার জানা থাকে না। ফলে সময়ের অপচয় হয়। কেএফ সফটওয়্যার হাউজ এনেছে ATM (App Timer Mini) নামে একটি App, যা আপনার ব্যয় করা সময় হিসেব করে দেবে। দেখে নিন এটি কিভাবে ব্যবহার করবেন।



১ম ধাপঃ আপনার ডিভাইসের জন্য একটি কপি নিন এখান থেকে। ইন্সটল করে নিন।



২য় ধাপঃসিলেক্ট অ্যাপবাটন চাপুন, ইচ্ছেমত অ্যাপ সিলেক্ট করুন। আপনার মোবাইলের সবগুলো অ্যাপ এখানে যোগ করে নিতে পারেন।



৩য় ধাপঃটাইমার টাইপথেকে ঠিক করে নিন আপনি কতদিন পর পর রেকর্ড মুছতে চান।



৪র্থ ধাপ(ঐচ্ছিক): আপনি ইচ্ছে করলে টেক্সটের রং, স্বচ্ছতা, টাইমারের অবস্থান ইত্যাদি ঠিক করে নিতে পারেন।



৫ম ধাপঃ এবার হোম বাটন চেপে এটিএম অ্যাপ থেকে বেরিয়ে যান। এরপর ওয়াচ লিস্টে থাকা যে কোন অ্যাপ ব্যবহার করতে পারেন। ফলে ঐ অ্যাপ ব্যবহারে আপনি কত সময় ব্যয় করলেন জানতে পারবেন আপনি। এভাবে মোবাইল অ্যাপ নিয়ে অতিরিক্ত সময় ব্যয় রোধ করতে পারেন।
- See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment