7032 জেনে নিন আপনার Laptop-এর পারফরমেন্স বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় Tips



> যারা Laptop ব্যবহার করেন তারা হয়তো অনেকেই এর সব নিয়ম কানুন সম্পর্কে অবগত নন। Laptop-এর পারফরমেন্স(Performance) ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলতে হয়-

ব্যাটারি দিয়ে Laptop চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, এছাড়া ব্যাটারির আয়ু কমে যাবে।
ব্যাটারিতে Laptop চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস (Brightness) কমিয়ে দিন।
মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
ভালো মানের Anti-Virus ব্যবহার করুন।
দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
Hard-Disk
থেকে মুভি-গান Play করুন, কারণ সিডি/ডিভিডি RAM অনেক বেশি পাওয়ার নেয়।
এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে Laptop-এর পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
• Bluethoot
Wi-Fi কানেকশন বন্ধ রাখুন।
• Hard-Disk
CPU-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।
আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম Uninstall করুন।


নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।

পূর্বে প্রকাশিতঃ tunerpage.com/
 - See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment