7055 আপনার Memory card / Pen Drive- এ বহন করুন তিনগুন পর্যন্ত Data





আজ আমি আপনাদের কাছে এমন একটি Tips শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার ৪ জিবি Memory card/Pen Drive এ ৪x৩=১২ জিবি, ৮ জিবি Memory card / Pen Drive- x৩=২৪ জিবি, ১৬ জিবি Memory card/Pen Drive এ ১৬x৩= ৪৮ জিবি অর্থাৎ Memory card/Pen Drive এর ধারন ক্ষমতা শক্তির তিন গুন বেশি ডাটা বহন করতে পারবেন।

ইন্টারনেটে Memory card/Pen Drive- এ এর স্থান বৃদ্ধি করার অনেক সফটওয়ার পাওয়া যায়। যে গুলো দ্বারা শুধু দেখতে পাওয়া যাই যে জাইগা বৃদ্ধি হয়েছে কিন্তু ডাটা পরিবহনে সক্ষম হয় না।

যাই হোক এবার তাহলে চলে যাই আসল বিষয়ে। আপনাকে যা যা করতে হবে তা তা আমি কয়েকটা ধাপে নিচে দেখালাম।

১/ আপনার Memory card/Pen Drive এ টি কে প্রথমে NTFS এ ফরম্যাট করে নিন। তারপর আবার FAT-32 এ ফরম্যাট করুন।
২/ এবার আপনার Memory card/Pen Drive টি তে ডাটা Load করুন ফুল করে।

৩/ Memory card/Pen Drive টি Full হয়ে গেলে সব Delete করে দিন। [মনে রাখবেন Delete করতে হবে Formate না]
৪/ এই ভাবে তিনবার Fullকরে Load করুন এবং সব Delete করুন।
৫/ এই বার 7 Data Card Recovery নামক সফটওয়ার টি Download করুন। এবং install করুন।

৬/ এইবার সফটওয়ারটি open করুন ।
৭/ এখানে আপনার Memory card/Pen Drive টি নির্বাচন করে Next বাটন Click করুন। এবং Scan শুরু করুন। Scan করা শেষ হলে আপনার সব ফাইল গুলো দেখতে পাবেন। এইবার সব নির্বাচন করে Save দিন।

[Tips টি ১০০% পরিক্ষিত, আমি নিজে চেষ্টা করেছি এবং সফল হয়েছি।

নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।
 - See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment