7061 নিয়ে নিন Mozilla Firefox এর দরকারি কিছু Add-ons ,কাজে লাগবে




আজ আমি আপনাদের Mozilla Firefox এর কিছু চমৎকার Add-ons এর সাথে পরিচয় করিয়ে দেব।এগুলো এক নজরে দেখে নিন

1. Easy YouTube Video Downloader
এর দ্বারা অতি সহজেই Youtube Video Download করতে পারবেন। Video এর নিচে Download বার আসবে।বিভিন্ন Format-Video Download করতে পারবেন।

2. Page Saver
এটা দিয়ে আপনি কোন ওয়েবপেজের Screen Shot নিতে পারবেন।ইন্সটল করার পর Page Saver” icon আসবে। এতে শুধু Click করতে হয়। এতে পুরো Page-এর Shot আসবে।

3. Pocket
এটা দিয়ে কোন ওয়েবপেজ Save করে Offline এও পড়তে পারবেন।

4. WOT
এটা হল সবচেয়ে কাজের । এটা আপনাকে দেখিয়ে দেবে কোনটা Trusted এবং কোনটা Untrusted সাইট। আপনি কোন Virusযুক্ত সাইটে ঢুকতে গেলে এটি আপনাকে সাবধান করে দেবে।

5. Adblock plus
এটা আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের বিরক্তিকর add থেকে মুক্তি দেবে।আপনি নিশ্চিন্তে যেকোন সাইটে ঢুকতে পারবেন।

6. Autocopy
এটা দিয়ে আপনি যেকোনো লেখা শুধুমাত্র select করেই অন্যত্র Copy করতে পারবেন।

7. Cool Previews
এই Add-ons টি দ্বারা আপনি কোন সাইটে ঢোকার পূর্বেই তার preview দেখতে পারবেন।

নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।
 - See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment