7018 বর্তমান পাসওয়ার্ড ছাড়াই Windows 7 এর পাসওয়ার্ড চেঞ্জ করুন সহজেই




আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
আজ আমি যে ট্রিক্স গুলো শেয়ার করব সেটা হয়ত আগেই টিটিতে অন্য কেউ শেয়ার করেছেন, কাজের চাপে আগের মত টিটি সময় দিতে পারিনা যেকারনে হয়ত আমার চোখে পড়েনি, যাহোক এবার আসল কথায় আসি, আজ আমি যা যা শেয়ার করব আপনাদের সাথেঃ

১। যেভাবে Windows 7 এর Start মেনুতে Run কমান্ড যোগ করবেন।
২। যেভাবে windows 7 এর Administrator পাসওয়ার্ড চেঞ্জ করবেন বর্তমান Password জানা ছাড়াই।
Start
মেনুতে Run কমান্ড যুক্ত করনঃ
Start
মেনুতে যান, Shutdown বাটনের উপর মাউস রেখে লেফট বাটনে (Left Button) ক্লিক করে Properties এ প্রবেশ করুন।
এর কি করতে হবে নিচের ছবি অনুসরন করলেই বুজবেন।।



বর্তমান পাসওয়ার্ড ছাড়াই পাসওয়ার্ড পরিবর্তনঃ
Start
মেনু থেকে বা যে কোন ভাবে Run এ যান এবং lusrmgr.msc লিখে ok দিন। lusrmgr বা Local User And Groups প্যানেল ওপেন হবে, User এ ডাবল ক্লিক (Double Click)করুন। এরপর Administrator এর উপর লেফট বাটন ক্লিক করেন Set Password এ ক্লিক করুন।
নতুন পাসওয়ার্ড দিন, Confirm করুন। ওকে ক্লিক করে বেরিয়ে আসুন। স্ক্রিন শট গুলো দেখুন...











Simply
আপনার Password Changed ... তবে, এই টা Trick Windows xp-এ কাজ করবে কিনা জানিনা কারন আমি Try করে দেখিনি।

নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।

পূর্বে প্রকাশিতঃ http://www.techtunes.com.bd/
- See more at: abohobd.blogspot.comf

No comments:

Post a Comment