কিভাবে কম্পিউটারে ফিরে পাবেন Delete করা ছবি ???



ওহহো এইটা কি করলাম!!! কি এইমাত্র ভুলবশত Delete করে ফেলেছেন আপনার সুন্দর ছবিটা? আর চিন্তার কারণ নেই খুব সহজেই ফিরে পাবেন আপনার সেই প্রিয় ছবিটা যা কিনা facebook এ দিবেন বলে ঠিক করে রেখেছিলেন। ম্যাক এবং কম্পিউটার ব্যবহারকারীদের জন্য Delete ছবি আন-ডিলিট করার পদ্ধতি নিচে দেওয়া হল:

১। প্রথমে যখনি টের পাবেন আপনার গুরুর পূর্ণ ছবিটা ডিলিট হয়ে গিয়েছে তখনি মেমোরি কার্ড এর যাবতীয় কাজ বন্ধ করে দিন। অর্থাৎ নতুন করে ছবি নেয়া বা Delete করা বন্ধ করুন।
২। এখন একটি রিকভারি স্যুট বেছে নিন। উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য recuva আর ম্যাক ব্যাবহার কারীদের জন্য PhotoRec
৩। Recuva দিয়ে কাজ করতে হলে প্রথমেই recuva ডাউনলোড করতে হবে। Download লিংকঃ http://www.piriform.com/recuva

৪। এখন প্রোগ্রামটি আপনার কম্পিউটার এ Install এবং Set up করুন।এখন আপনার স্ক্রীন এ একটা উইন্ডো আসবে তখন next এ ক্লিক করুন।



৫। এখন আরেকটা window আসবে যা জানতে চাইবে কোন ধরনের ফাইল আপনি রিকভার করতে চান । আপনি যেহেতু ছবি রিকভার করতে চান তাই pictures অপশনটি বাছাই করুন।



৬। এরপর মুছে যাওয়া ছবি যে Folder এ ছিল সেটি নির্বাচিত করতে হবে।

৭। এরপর Next ক্লিক করলেই মেমোরি কার্ডের নির্দিষ্ট করা Folder স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। সাধারণত এখানে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই কেবল দেখানো হবে। চাইলে Switch to advanced modeবাটনে ক্লিক করে সেখান থেকে প্রয়োজনীয় ফরমেটগুলো সিলেক্ট করে দিতে হবে।



৮।এরপর ফাইলগুলো Select করে Recoverবাটনে Click করতে হবে এবং কোথায় Save করবেন দেখিয়ে দিতে হবে।

নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।

পূর্বে প্রকাশিতঃ http://tech.priyo.com/
- See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment