Mozilla Firefox স্বল্প
সময়ের মধ্যে ব্যবহারকারীদের মনে ভাল একটি স্থান করে নিয়েছে। যারা Firefox এ দ্রুত কাজ করতে চান
তারা Shortcut কি গুলো ব্যবহার করে
ভাল ফলাফল পেতে পারেন।
Mozilla Firefox-এর কিছু গুরুত্বপূর্ণ Shortcut:
Alt + : Home প্রথম পৃষ্ঠা খুলবে।
Ctrl + + : লেখা বড় করতে পারবেন।
Ctrl + – : লেখা ছোট করতে।
Ctrl + H : ওয়েবসাইট দেখার ইতিহাস (History) দেখতে।
Ctrl + T : নতুন Tab।
Ctrl +W : বর্তমান Tab বন্ধ করতে।
Ctrl + Tab : পরবর্তী Tab যেতে।
Ctrl + Shift + Tab : আগের Tab-এ ফিরে যেতে।
Ctrl + 1 : সংখ্যা নির্বাচন করে সরাসরি নির্দিষ্ট সংখ্যার Tab-এ যাওয়া যাবে।
Ctrl + D : বর্তমান পাতাটি Bookmark হিসেবে রাখতে।
Ctrl + L : ওয়েব ঠিকানা লিখতে।
Ctrl + K : কোনো তথ্য খোঁজার ঘর বা একটি বক্স খুলবে।
F5 : পেজ Refresh বর্তমান পাতাটি আবার দেখতে।
Up এবং Down Arrow: ওপরে এবং নিচে ওঠানামা করার জন্য।
Home এবং End : ওয়েব পেজের একেবারে ওপরে এবং একেবারে নিচে যাওয়ার জন্য।
Spacebar এবং Shift + Spacebar পুরো পর্দার জায়গা নিচে নেমে যাবে এবং ওপরে উঠে যাবে।
নিয়মিত Update পেতে আমাদের facebook page এ Likeদিন ।
Mozilla Firefox-এর কিছু গুরুত্বপূর্ণ Shortcut:
Alt + : Home প্রথম পৃষ্ঠা খুলবে।
Ctrl + + : লেখা বড় করতে পারবেন।
Ctrl + – : লেখা ছোট করতে।
Ctrl + H : ওয়েবসাইট দেখার ইতিহাস (History) দেখতে।
Ctrl + T : নতুন Tab।
Ctrl +W : বর্তমান Tab বন্ধ করতে।
Ctrl + Tab : পরবর্তী Tab যেতে।
Ctrl + Shift + Tab : আগের Tab-এ ফিরে যেতে।
Ctrl + 1 : সংখ্যা নির্বাচন করে সরাসরি নির্দিষ্ট সংখ্যার Tab-এ যাওয়া যাবে।
Ctrl + D : বর্তমান পাতাটি Bookmark হিসেবে রাখতে।
Ctrl + L : ওয়েব ঠিকানা লিখতে।
Ctrl + K : কোনো তথ্য খোঁজার ঘর বা একটি বক্স খুলবে।
F5 : পেজ Refresh বর্তমান পাতাটি আবার দেখতে।
Up এবং Down Arrow: ওপরে এবং নিচে ওঠানামা করার জন্য।
Home এবং End : ওয়েব পেজের একেবারে ওপরে এবং একেবারে নিচে যাওয়ার জন্য।
Spacebar এবং Shift + Spacebar পুরো পর্দার জায়গা নিচে নেমে যাবে এবং ওপরে উঠে যাবে।
নিয়মিত Update পেতে আমাদের facebook page এ Likeদিন ।
- See more at: abohobd.blogspot.com
No comments:
Post a Comment