7058 আপনার Pendrive কী Shortcut হয়ে গেছে ? সমাধান করে নিন, সহজেই




অনেক সময় দেখা যায় Pendrive কম্পিউটারে লাগানোর পর সেটা শর্টকাট(Shortcut) হয়ে গেছে। Pendrive-এ আর ঢোকা যাচ্ছে না।কিন্তু এই সমস্যার সমাধান করা যায় খুব সহজেই।

এই Shortcut দুই ভাবে মুছে ফেলা যায়।

১।ডস{dos} কমান্ডের সাহায্যে।
২।অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে।

ডস{dos}সিস্টম : Pendrive-এ কম্পিউটারে যুক্ত করুন।ড্রাইভলেটারটি দেখে নিন।তারপর start থেকে run এ যান(win+r)রানে এসে লিখতে হবে CMDএন্টার করুন।এবারে attrib -h -r -s /s /dj:\\\/8*.* কমান্ডটি লিখুন।এখানে j-এর জায়গায় আপনার Pendrive এর লেটারটি লিখে এন্টার করুন।কাজ শেষ।এখন আপনার Pendrive টি পরীক্ষা করে দেখুন ,সমাধান হয়ে গেছে।

অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে :প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে install করে Run করুন। চালুর পর Scan Click করুন।কিছুক্ষন অপেক্ষা করুন।Scan হওয়ার পর যে পর্দাটি আসবে,সেটিতি দেখুন show results লেখা আছে।show results Click করুন।এবারে remove selected Click করুন।এবার কম্পিউটার Restart করলে সমস্যার সমাধান পাওয়া যাবে।

নিয়মিত Update পেতে আমাদের facebook page Likeদিন ।
 - See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment