অনেক সময় দেখা যায় Pendrive কম্পিউটারে লাগানোর পর সেটা শর্টকাট(Shortcut) হয়ে গেছে। Pendrive-এ আর ঢোকা যাচ্ছে না।কিন্তু এই সমস্যার সমাধান করা যায় খুব সহজেই।
এই Shortcut দুই ভাবে মুছে ফেলা যায়।
১।ডস{dos} কমান্ডের সাহায্যে।
২।অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে।
ডস{dos}সিস্টম : Pendrive-এ কম্পিউটারে যুক্ত করুন।ড্রাইভলেটারটি দেখে নিন।তারপর start থেকে run এ যান(win+r)রানে এসে লিখতে হবে CMD।এন্টার করুন।এবারে attrib -h -r -s /s /dj:\\\/8*.* কমান্ডটি লিখুন।এখানে j-এর জায়গায় আপনার Pendrive এর লেটারটি লিখে এন্টার করুন।কাজ শেষ।এখন আপনার Pendrive টি পরীক্ষা করে দেখুন ,সমাধান হয়ে গেছে।
অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে :প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে install করে Run করুন। চালুর পর Scan এ Click করুন।কিছুক্ষন অপেক্ষা করুন।Scan হওয়ার পর যে পর্দাটি আসবে,সেটিতি দেখুন show results লেখা আছে।show results এ Click করুন।এবারে remove selected এ Click করুন।এবার কম্পিউটার Restart করলে সমস্যার সমাধান পাওয়া যাবে।
নিয়মিত Update পেতে আমাদের facebook page এ Likeদিন ।
- See more at: abohobd.blogspot.com
No comments:
Post a Comment