7063 নিয়ে নিন Mozilla Firefox এর অসাধারণ Web Rank টুলবার



আজ আমি শেয়ার করবো Mozilla Firefox সাধারণ একটি টুলবার ওয়েবরেঙ্ক ( Web Rank )আমি জানি এটি নিয়ে অনেকেই জানেন , তবে আমি মনে করি নতুন অনেকেই এটি নিয়ে জানেন না।



আর এই টুলবারটি যারা ফ্রীল্যান্সিং করেন তাদের খুব কাজে লাগবে এবং ব্লগারদেরও কাজে লাগবে।
এই টুলবার দিয়ে আপনি যা করতে পারবেন :

• Google Page Rank দেখতে পারবেন
• Alexa Rank দেখতে পারবেন
• Complete Rank দেখতে পারবেন
• Quantcast Rank দেখতে পেরবেন

• Google আপনার কতটি পেইজ ইনডেক্স (Page index) করল
• Yahoo আপনার কতটি পেইজ ইনডেক্স (Page index) করল
• Bing আপনার কতটি পেইজ ইনডেক্স (Page index) করল

• Google এর কতটি ব্যাকলিংক (Backlink)আছে
• Bing এর কতটি ব্যাকলিংক (Backlink)আছে
• Yahoo এর কতটি ব্যাকলিংক (Backlink)আছে

এই সুবিধা গুলি আপনি যে কোন সাইটে গেলেই দেখতে পাবেন।
এটি যেভাবে আপনার Mozilla Firefox ব্রাউজারে ইন্সটল (install) করবেন:

প্রথমে এই লিঙ্কে যান
তারপর Add to firefox এ ক্লিক করুন
তারপর টুলবারটি ব্রাউজারে ইন্সটল (install) করুন



তারপর ব্রাউজার Restart করুন

যে কোন সাইটে গিয়ে মজা দেখুন।আশা করি নতুনরা সবাই বুঝতে পেরেছেন।



তারপরও কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

লেখকঃ সজীব রহমান
 - See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment