7064 সহজে ডাটা এন্ট্রির (Data Entry)কাজ পেতে ভিজিট করুন সেরা পাচঁটি ওয়েবসাইটে



মুক্তপেশাজীবী (freelancer) হিসেবে নিজেই নিজের কর্মসংস্থান এর ব্যবস্থা করে উপার্জন করতে আমাদের দেশের প্রতিভাবান তরুনেরা নানা ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে Account খুলে বিশ্বের নানা ধরনের ক্লায়েন্টেদের কাজ করে বিপুল পরিমান অর্থ আয় করছে এবং আমাদের দেশের জন্য বয়ে আনছে সুনাম। কেউ কেউ পেশা হিসেবে বেছে নিচ্ছে এই ফ্রিল্যান্সিংকে আবার কেউ কেউ তাদের পড়াশুনা, চাকুরী বা ব্যবসার পাশাপাশি কিছু বাড়তি আয় করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোকে বেছে নিচ্ছে।

তুলনামূলক ভাবে সহজ হওয়ার জন্য আমাদের দেশে ডাটাএন্ট্রির (Data Entry) কাজ করেন এরকম অসংখ্য ফ্রিল্যান্সার (freelancer) রয়েছে এদের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিমানে লোকজন পড়াশুনা, চাকুরী বা ব্যবসার পাশাপাশি এই ধরনের কাজ করে থাকেন। আবার কেউ কেউ একসাথে গ্রুপ তৈরি করে এসব কাজ করে থাকেন । অর্থাৎ ডাটা এন্ট্রির (Data Entry) কাজ যেমন সহজ তেমনি এতে প্রতিযোগিতার মাত্রাও বেশি। তাই একাজে নতুনদের সাফল্য পেতে বেশ পরিশ্রম করতে হয়। নতুনেরা ডাটা এন্ট্রি (Data Entry) কাজ পাওয়ার জন্য সাধারনত নির্দিষ্ট কিছু Website ব্যবহার করে থাকেন আর ঠিক এ কারনেই অনেকে সফল হন না বা সাফল্য পেতে কষ্ট করতে হয়। সকলে একই ধরনের সাইটে কাজ খোজার জন্য এ ধরনের মার্কেটপ্লেসে প্রতিযোগীতা বেড়ে চলছে । আর তাই প্রথম পর্যায়ে আপনার (নতুনদের) উচিত ভিন্ন ভিন্ন মার্কেটপ্লেসে চেষ্টা করা । তাছাড়া আপনি চাইলে যে ধরনের মার্কেটপ্লেস শুধুমাত্র ডাটা এন্ট্রি (Data Entry) নির্ভর কাজ দিয়ে থাকে সেখানেও প্রচেষ্টা চালাতে পারেন। তবে চলুন জেনে নেই এরকম কিছু মার্কেটপ্লেসে সম্পর্কে।


1.PROJECT4HIRE



2.CROWDSOURCE



3.VirtualBee



4.DionDatasolution



5.GURU


- See more at: abohobd.blogspot.com

No comments:

Post a Comment