9005 Google Chrome এ বাংলা দেখা সমস্যার সমাধান


জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম(Google Chrome) সম্প্রতি নতুন আপডেট এনেছে। তবে আপডেট দেওয়ার পর Google Chrome ব্রাউজারের সাহায্যে বাংলা দেখতে সমস্যা হচ্ছে অনেক ব্যবহারকারীর। যুক্তবর্ণ ভেঙ্গে যাচ্ছে এবং আকার’ ‘ই-কারপ্রভৃতিও এলোমেলো হয়ে যাচ্ছে।

বাংলা দেখার এ সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে Google Chrome ব্রাউজারের মেন্যু থেকে সেটিংসে যেতে হবে।



এরপর শো অ্যাডভান্সড সেটিংসসিলেক্ট করতে হবে।


তারপর কাস্টমাইজ ফন্ট’- এ ক্লিক করলে নতুন একটি মেন্যু আসবে।


সেখান থেকে ‘Standard Font’ অপরিবর্তিত রেখে নিচের ‘Serif Font’ ‘Sans-serif Font’ পরিবর্তন করে ‘Siyam Rupali’ নির্বাচন করে ‘Done’ বাটনে ক্লিক করতে হবে।

যদি অভ্র ইন্সটল না থাকে তাহলে এখান থেকে ফন্টটি ডাউনলোড করে নেয়া যাবে।

সব কাজ শেষ হলে ব্রাউজটারটি রিস্টার্ট দিলেই বাংলা দেখে যাবে কোনো সমস্যা ছাড়াই।

পূর্বে প্রকাশিতঃ টেকশহর

- See more at: abohobd.blogspot.com

1 comment:

  1. Download the final version of Google Chrome full offline installer from here. It's a direct official download link.

    ReplyDelete