১টি Gmail (Google Mail) আইডি দিয়ে বানান অসংখ্য আইডি

Gmail হলো সবেচেয়ে জনপ্রিয় E-Mail সার্ভিস প্রোভাইডার । আমরা সবাই কম বেশি Gmail ব্যবহার করি। Gmail এর অনেক ফিচারের পাশাপাশি এর সহজ ও সাবলীল উপস্থাপনায় এনে দিয়েছে এই বিপুল জনপ্রিয়তা ।



আজ আপনাদের সাথে শেয়ার করব Gmail এর সহজ কিন্তু খুবই কার্যকরী ১ টা Tips Tips টির মাধ্যমে, আপনার ১টি Gmail আইডি কে আপনি অনেক আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন।

আসুন দেখে নেই কিভাবে:

১. ডোমেইন (Domain) নাম চেঞ্জ করে
ধরুন আমার একটা Gmail আইডি আছে এবং সেটা হচ্ছে simul25@gmail.com . এখন আমি ফেসবুক এ একটা আইডি খুললাম এই ইমেইল আইডি ব্যবহার করে । আপনার কি মনে হয় আমি আবারো একই আইডি ব্যবহার করে আর আইডি খুলতে পারব ফেসবুক এ? না, তাই না? কিন্তু আসলে তা সম্ভব এই একই আইডি ব্যবহার করে। যেমন, আমি যদি amshoun@gmail.com এর জায়গায় লিখি simul25@googlemail.com তাহলে এটা ফেসবুক এর সার্ভার এ দেখাবে ভিন্ন দুইটি আইডি হিসেবে কিন্তু আসলে এটা ওই আগের আইডির মিরর ! দুইটা আইডি এর ইনবক্স কিন্তু একটাই !

2. +
জুড়ে দিয়ে:
জিমেইল এর আসল আইডি simul25@gmail.com @ এর আগে এবং simul25 এর পর আপনি যা ইচ্ছা তাই লেজুড় জুড়ে দিতে পারেন শুধু মাঝে একটা ”+” চিহ্ন থাকতে হবে । যেমন ধরুন simul25+chita.noa.chow@gmail.com , simul+25@gmail.com ইত্যাদি। আপনার যত ইচ্ছা আপনি ততগুলো আইডি এভাবে বানাতে পারেন। সবই কিন্তু আসল আইডি simul25@gmail.com এর মিরর হবে। অর্থাৎ এর যেকোনোটার ইনবক্স হবে আসল আইডি এর ইনবক্স !!!

3. (.) Dot
চিহ্ন ব্যবহার করে:
আসল আইডি simul25@gmail.com এর যে কোন জায়গায় যে কোন ভাবে ডট চিহ্ন (.) ব্যবহার করে ও আপনি তৈরি করতে পারেন মিলিয়ন বিলিয়ন মিরর আইডি। যেমন simul.25@gmail.com , sim.ul.25@gmail.com , এগুলোর সবগুলোই কিন্তু আপনার আসল আইডির মিরর আইডি হবে। অর্থাৎ এগুলোর যেকোনো একটাতে যে কোন মেইল আসলে তা মূল আইডি simul25@gmail.com এর ইনবক্সেই পাওয়া যাবে । কিন্তু যেকোনো সার্ভারএ এটাকে এক বলে চিনতে পারবে না। identical difference এর জন্য এগুলোর প্রত্যেকটাকে একটা ভিন্ন আইডি হিসেবে গননা করবে যে কোন সার্ভার(Server)! এই ভাবেই আপনি আপনার Gmail আইডি থেকে কোন কষ্ট ছাড়াই সর্বাধিক সুবিধা নিতে পারেন।আসা করি আপনাদের ভালো লেগে থাকবে পোস্টটি।
- See more at: file:///F:/english/e/tech/7008.html#sthash.HuJmZc6Z.dpuf

No comments:

Post a Comment